Kaushik Ganguly : স্ত্রী কে জন্মদিনে ভালোবাসা পাঠালেন পরিচালক কৌশিক গাঙ্গুলি
আমরা তাকে অভিনেত্রী ও পরিচালক হিসাবেই চিনি। কিন্তু তিনিই আবার একজনের বান্ধবী, প্রেমিকা ও স্ত্রী। স্ত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর এই সত্ত্বাটাই উদ্ঘাটন করলেন তাঁর স্বামী টলিউডের জনপ্রিয় পরিচালক কৌশিক গাঙ্গুলি।টুইটার ও ইন্সটাগ্রামে চূর্ণীর শৈশবের একটি সাদা-কালো ছবি দিয়েছেন কৌশিক। লিখেছেন, আমার বান্ধবী, আমার প্রেম, আমার জীবন, আমার সংসার, আমার আদর, আমার সৃষ্টি, আমার সবটুকু তুমি। কে বুঝবে এমন ছোট্টো মেয়ের এতো ক্ষমতা ছিল! ডাউহিলের নির্জনতার মেজাজে অজান্তেই এই নারী পরিপূর্ণতা পেল তার জীবনে ও কাজে । তাঁর আরও সংযোজন, আত্মপ্রচারের এই রমরমা দুনিয়ায় জংলা ফুলের মতো চুপ থাকার জন্য আদর ও শ্রদ্ধা। আরও অনেক বলতে ইচ্ছে করছে, তা নয় আজ সামনে বসেই বলব। অনেক অনেক আদর। শুভ জন্মদিন।আমরা আমাদের সবথেকে কাছের মানুষকে এইভাবেই ভালোবাসায় ভরিয়ে দিই। সেইভবাবেই নিজের সবথেকে প্রিয় মানুষকে জানানো ভালোবাসার কথা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি।